খুব শীঘ্রই নতুন ধারা দৈনিক বর্ণময় বাংলাদেশ আসছে পাঠকের হাতে। আশা করছি আপনারা দৈনিক বর্ণময় বাংলাদেশ পড়বে এবং নিয়মিত আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবেন।

সংবাদকর্মী নিয়োগ ঝিনাইদহ থেকে খুব শ্রীঘ্রই দৈনিক বর্ণময় বাংলাদেশ প্রকাশিত হতে যাচ্ছে। এর জন্য খুলনা বিভাগের সকল জেলা,উপজেলা,গুরুত্বপুর্ণ বাজার, ইউনিয়ন পর্যায়ে সংবাদ কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের আগামী ১৫ মার্চ ২০১৪ তারিখর মধ্যে ২ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ সম্পাদক,দৈনিক বর্ণময় বাংলাদেশ, ইসলামীয়া সুপার মার্কেট(জাফর বীজভান্ডার) মেইনবাসষ্ট্যান্ড,কালীগঞ্জ,ঝিনাইদহ এই ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা হল। আবেদন ইমেইলেও করতে হবে: bornomoybd@gmail.com

রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩

ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর মোড়ে পুলিশ অবরোধকারী সংঘর্ষ, পুলিশ সহ আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর মোড়ে পুলিশ ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।  এতে ৫ পুলিশ সদস্য সহ অন্তত ১৫ জন আহত হয়েছে।  আহতদেরকে শৈলকুপা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আজ সকাল ৯ টার দিকে অবরোধ সমর্থিত বিএনপি কমর্ীরা জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর মোড়ে মিছিল বের করে শহরে যাওয়ার চেষ্টা করে।  এসময় পুলিশ বাধা দিলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।  পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।  অবরোধকারীরা স্হানীয় অগ্রনী ও কর্মসংস্হান ব্যাংক সহ বেশ কিছু দোকানপাট ভাংচুর করে।  পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড শর্টগানের গুলি ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।  এতে ৫ পুলিশ সদস্য সহ অন্তত ১৫ জন আহত হয়েছে।  আহতদেরকে শৈলকুপা উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে সহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  বর্তমানে পরিস্হিতি থমথমে রয়েছে।  এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন