খুব শীঘ্রই নতুন ধারা দৈনিক বর্ণময় বাংলাদেশ আসছে পাঠকের হাতে। আশা করছি আপনারা দৈনিক বর্ণময় বাংলাদেশ পড়বে এবং নিয়মিত আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবেন।

সংবাদকর্মী নিয়োগ ঝিনাইদহ থেকে খুব শ্রীঘ্রই দৈনিক বর্ণময় বাংলাদেশ প্রকাশিত হতে যাচ্ছে। এর জন্য খুলনা বিভাগের সকল জেলা,উপজেলা,গুরুত্বপুর্ণ বাজার, ইউনিয়ন পর্যায়ে সংবাদ কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের আগামী ১৫ মার্চ ২০১৪ তারিখর মধ্যে ২ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ সম্পাদক,দৈনিক বর্ণময় বাংলাদেশ, ইসলামীয়া সুপার মার্কেট(জাফর বীজভান্ডার) মেইনবাসষ্ট্যান্ড,কালীগঞ্জ,ঝিনাইদহ এই ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা হল। আবেদন ইমেইলেও করতে হবে: bornomoybd@gmail.com

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩

ঝিনাইদহে ট্রাক টেম্পু ও ইজিবাইকসহ ১৫টি যানবাহন ভাংচুর

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় সোমবার সকালে অবরোধকারী বিএনপি কমর্ীরা দুইটি ট্রাক ও তিনটি থ্রিহুইলারসহ অন্তত ১৫টি টেম্পু ও ইজিবাইক ভাংচুর করেছে।  প্রত্যক্ষদশর্ী সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি কমর্ীরা অবরোধের সমর্থনে আরাপপুর এলাকার রাবেয়া হাসপাতাল থেকে ক্যাডেট কলেজ পর্যন্ত চারটি স্পটে এই ভাংচুর চালায়।  অবরোধকারীরা এ সময় দুইটি চলন্ত ট্রাক, তিনটি থ্রি-হুইলার, পাঁচটি টেম্পু ও পাঁচটি ইজিবাইকের গ্লাস ভাংচুর করে।  এ সময় নাছিমা নামে এক মহিলা যাত্রী ইটের আঘাতে আহত হন।  আরাপপুর এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্হলে পৌছালে অবরোধকারী বিএনপি কমর্ীরা দ্রুত ঘটনাস্হল ত্যাগ করে গ্রামের মধ্যে ঢুকে পড়ে।  ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জানান, শহরের আরাপপুর এলাকায় বেশ কয়েটি ইজিবাইক ভাংচুর করেছে বলে জানতে পেরেছি।  পরে ঘটনাস্হলে পুলিশ মোতায়েন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন