খুব শীঘ্রই নতুন ধারা দৈনিক বর্ণময় বাংলাদেশ আসছে পাঠকের হাতে। আশা করছি আপনারা দৈনিক বর্ণময় বাংলাদেশ পড়বে এবং নিয়মিত আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবেন।

সংবাদকর্মী নিয়োগ ঝিনাইদহ থেকে খুব শ্রীঘ্রই দৈনিক বর্ণময় বাংলাদেশ প্রকাশিত হতে যাচ্ছে। এর জন্য খুলনা বিভাগের সকল জেলা,উপজেলা,গুরুত্বপুর্ণ বাজার, ইউনিয়ন পর্যায়ে সংবাদ কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের আগামী ১৫ মার্চ ২০১৪ তারিখর মধ্যে ২ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ সম্পাদক,দৈনিক বর্ণময় বাংলাদেশ, ইসলামীয়া সুপার মার্কেট(জাফর বীজভান্ডার) মেইনবাসষ্ট্যান্ড,কালীগঞ্জ,ঝিনাইদহ এই ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা হল। আবেদন ইমেইলেও করতে হবে: bornomoybd@gmail.com

বুধবার, ২২ জানুয়ারী, ২০১৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে ভারতে গুরু আনতে যাওয়ার সময় এক বাংলাদেশী গরুর রাখালকে আটক করেছে বিএসএফ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি, ২২.০১.১৪ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে ভারতে গুরু আনতে যাওয়ার সময় এক বাংলাদেশী গরুর রাখালকে আটক করেছে বিএসএফ।  আটককৃত গরু রাখাল জাকির হোসেন (২২) মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে।  সে আজ ভোরে ৬১/১৬ আর পিলার এর পাশ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। 

ঝিনাইদহের মহেশপুর এর বিজিবি কুসুমপুর ক্যাম্পের সুবেদার আব্দুল কাদের জানান, জেলার মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের গরুর রাখাল জাকির হোসেন আজ ভোর ৫ টার দিকে কুসুমপুর সীমান্তের ৬১/১৬ আর পিলারের পাশ দিয়ে ভারতে গরু আনার জন্য প্রবেশ করে।  এ সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে।  এ ব্যাপারে পতাকা বৈঠক এর জন্য নোনাগঞ্জ কোম্পানী কমান্ডার এর নিকট চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন