খুব শীঘ্রই নতুন ধারা দৈনিক বর্ণময় বাংলাদেশ আসছে পাঠকের হাতে। আশা করছি আপনারা দৈনিক বর্ণময় বাংলাদেশ পড়বে এবং নিয়মিত আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবেন।

সংবাদকর্মী নিয়োগ ঝিনাইদহ থেকে খুব শ্রীঘ্রই দৈনিক বর্ণময় বাংলাদেশ প্রকাশিত হতে যাচ্ছে। এর জন্য খুলনা বিভাগের সকল জেলা,উপজেলা,গুরুত্বপুর্ণ বাজার, ইউনিয়ন পর্যায়ে সংবাদ কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের আগামী ১৫ মার্চ ২০১৪ তারিখর মধ্যে ২ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ সম্পাদক,দৈনিক বর্ণময় বাংলাদেশ, ইসলামীয়া সুপার মার্কেট(জাফর বীজভান্ডার) মেইনবাসষ্ট্যান্ড,কালীগঞ্জ,ঝিনাইদহ এই ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা হল। আবেদন ইমেইলেও করতে হবে: bornomoybd@gmail.com

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

চুয়াডাঙ্গায় সাড়ে ৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর-দামুড়হুদায় বিজিবি অভিযান চালিয়ে মহিদুল ইসলাম (৩০) নামের এক চোরাচালানী আটকসহ সাড়ে ৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। মালামালের মধ্যে পাঁচটি ট্রাক্টরের ক্রানশিপ্ট, তিনটি পেনিয়াম, ২৮টি গিয়ার বক্স, ২৪১ বোতল ফেনসিডিল, ৩৮ বোতল মদ এবং ২৫০ কেজি ভারতীয় সার। বিজিবি জানায়, বুধবার ভোর ৫টার দিকে জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার নাজমুল হক ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী নারায়ণপুর রাস্তার পাশে আখক্ষেতে ওঁৎপেতে ছিল। এ সময় তিনজন চোরাচালানীকে দেখে ধাওয়া করে। পরে মহিদুল ইসলামকে তিনটি প্লাস্টিকের বস্তাসহ আটক করলেও বাকি দুইজন পালিয়ে যায়। এ সময় বস্তা তল্লাশি করে ট্রাক্টরের পাঁচটি ক্রানশিপ্ট, তিনটি পেনিয়াম, ২৮টি গিয়ার বক্স উদ্ধার করে।এছাড়া, গভীর রাতে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আওয়াল হোসেনের নেতৃত্বে হাবিলদার জিল্লুর রহমান, আরাফাত, শওকত আলী ও ফারুক হোসেন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪১ বোতল ফেনসিডিল, ৩৮ বোতল ভারতীয় মদ ও ২৫০ কেজি ভারতীয় সার উদ্ধার করেছে। আটক মহিদুল জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের রহিম বক্সের ছেলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন